ভুবন দাদুর উঠোন জুড়ে মস্ত তরু যে নিম সেই গাছেতে ঝুলে খোকার করে মাথা ঝিমঝিম। নিমের হাওয়া ভীষণ ভালো ভুবন দাদু কহে দেহ মনও থাকে ভালো সুস্থ সবে রহে। কেউ আবার মাজে দন্ত ছোট গাছের ডালে নিমের পাতা ছালের প্রথা ছিলো সর্বকালে। কৃমিনাশে, চর্মরোগে লাগে রুপের চর্চায় ওজন কমায় কেশের যত্নে নেইকো তেমন খরচায়। বহু রোগে নিমের প্রথা চলে যুগ যুগ ধরে এমন বৃক্ষ থাকলে বেশি প্রাণটা যাবে ভরে।
0 Comments