ময়নায় রেশনের মাধ্যমে জনগণের হাতে পৌঁছালো দিঘার জগন্নাথের মহাপ্রসাদ

 ময়নায় রেশনের মাধ্যমে জনগণের হাতে পৌঁছালো দিঘার জগন্নাথের মহাপ্রসাদ


আজ ময়না ব্লক প্রশাসনের উদ্যোগে ময়না ওয়ান এবং ময়না টু অঞ্চলের বেশ কিছু মানুষ পেল দীঘার জগন্নাথের মহাপ্রসাদ। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দীঘার জগন্নাথের মহাপ্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে যাবে। ময়নার ক্ষেত্রে আজ থেকে তা বাস্তবায়িত হওয়া শুরু হল। বেশ কয়েক দিন পূর্বে দীঘা থেকে মহাপ্রসাদ এবং মন্দির ও জগন্নাথ দেবের ফটো এসে পৌঁছেছিল ময়না ব্লক অফিসে। তারপর থেকেই ময়না ব্লকের উদ্যোগে জোর কদমে শুরু হয়েছিল জগন্নাথ দেবের প্রসাদ তৈরীর কর্মসূচি। গতকাল প্রথম পর্বের প্রসাদ তৈরীর কর্মসূচি সমাপ্ত হয়। আর আজ সকাল থেকে ময়না এক নম্বর অঞ্চল এবং ময়না 2 নম্বর অঞ্চলের রেশন ডিলারদের ডেকে তাদের নেতৃত্বে দিঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। ময়না ব্লকের বিডিও সমির পানের নেতৃত্বে এই মহাপ্রসাদ সুষ্ঠুভাবে তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ায় কাজ শুরু হয়েছে। এই প্রসাদ গ্রহণের জন্য আজ ময়না ব্লকের ময়না ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এক রেশন ডিলারের কাছে ছিল লম্বা লাইন। এছাড়া এই স্থানে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমীর পান, ময়না পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রঞ্জিত বল , ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক , এলাকার পঞ্চায়েত সদস্য অভিজিৎ দাস সহ অন্যান্যরা। যত দ্রুত সম্ভব ময়নার প্রত্যেকটি বাড়িতে এই দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে যায় , সেদিকে দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে ময়না ব্লক প্রশাসন।

Post a Comment

0 Comments