নন্দীগ্রামে বোমা বিস্ফোরণে আহত এক মহিলা, তাম্রলিপ্ত মেডিকেলে চিকিৎসাধীন
নন্দীগ্রামের এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর জলপাই গ্রামে নিজের বাড়ির পাশে একটি পরিত্যক্ত জমিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দা নিহারি দাস অধিকারী (৪৯)। বর্তমানে তিনি তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ নিহারি দেবী বাড়ির সামান্য দূরেই একটি পরিত্যক্ত স্থানে পাটের সুতো জাতীয় কিছু দেখে তা হাতে তোলার চেষ্টা করেন। সেই সময়েই ঘটে বিস্ফোরণ, এবং তিনি গুরুতর জখম হন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিস্ফোরকের উৎস ও প্রকৃতি জানার চেষ্টা চলছে।
0 Comments