৯ জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে AIUTUC ও AIKKMS এর মিছিল ময়নাতে

 ৯ জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে AIUTUC ও AIKKMS এর মিছিল ময়নাতে


শ্রমিক বিরোধী ৪ টি শ্রম কোড বাতিল, মূল্যবৃদ্ধি রোধ, সকল বেকারের কাজ, স্হায়ী কাজে অস্থায়ী কর্মী নিয়োগ বন্ধ, সমকাজে সমমজুরি প্রদান, জনবিরোধী বিদ্যুৎ বিল ২০২২ প্রত্যাহার করা, সমস্ত বন্ধ কল কারখানা এবং চা বাগান খোলা, স্মার্ট মিটার বাতিল করা সহ বিভিন্ন দাবিতে এ আই ইউ টি ইউ সি সহ ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে এবং কৃষক সংগঠন এ আই কে কে এম এস সহ সংযুক্ত কিষান মোর্চার ডাকে আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট আহুত হয়েছে। এই সাধারণ ধর্মঘট কে সমর্থন জানিয়ে আজ ময়না বাজারে মিছিল করলো এ আই ইউ টি ইউ সি এবং অল ইন্ডিয়া কিষান ও ক্ষেত মজদুর সংগঠনের সদস্যরা। মিছিলে নেতৃত্ব দেন এ আই  ইউ টি ইউ সি ময়না সভাপতি জগদীশ মাইতি,শশাঙ্ক পাল, এ আই কে কে এম এস নেতা মধু মন্ডল, সুদাম সাউ প্রমুখ। জগদীশ মাইতি বলেন শ্রমিক বিরোধী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আইন প্রত্যাহারের দাবিতে এবং শ্রমিকদের অর্জিত অধিকার রক্ষার দাবিতে এবং মূল্যবৃদ্ধি রোধ করতে আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালিত হবে। সর্বস্তরের সাধারণ মানুষকে তিনি এই ধর্মঘটের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান।

Post a Comment

0 Comments