শিবদাস ঘোষের স্মরণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

 শিবদাস ঘোষের স্মরণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা 



৫ ই আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫০ তম স্মরণ দিবস উদযাপন উপলক্ষে দলের রামতারক লোকাল কমিটির উদ্যোগে আজ সকালে বাড় হরশংকর কমিউনিটি হলে  এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় মুল বক্তব্য রাখেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য অনুরূপা দাস। সভায় উপস্থিত ছিলেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রনব মাইতি। বিকালে মেছেদার রোকেয়া হলে অনুরূপ সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অনুরূপা দাস। উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য বিশ্বনাথ পড়িয়া। বিকালে পাঁশকুড়ার নজরুল ভবনে অনুরূপ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য রাখেন প্রনব মাইতি। বিকালে দেউলিয়ায় অনুরূপ সভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মধুসূদন বেরা। নিমতৌড়ীর সভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য প্রদীপ দাস। 
বক্তারা শিবদাস ঘোষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ,পরবর্তী ক্ষেত্রে এসইউসিআই(কমিউনিস্ট) দল গঠন,পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে দলকে শক্তিশালী করা প্রভৃতি বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। বক্তাগন দলকে এলাকায় শক্তিশালী করার পাশাপাশি দলের নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমস্ত সভায় শিবদাস ঘোষের "বিপ্লবী জীবনই মর্যাদাময়" ভাষণের রেকর্ড শোনানো হয়। 


Post a Comment

0 Comments