ময়নার কিয়ারানায় হরপার্বতী পূজা ও অন্ন প্রসাদের আয়োজন।
ময়না ব্লকের অন্তর্গত গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার কিয়ারানা গ্রামে বি ভি সি ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যয় এ বছরও শ্রাবণ মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হল হর পার্বতী পূজা। গতকাল এই পূজার শুভ সূচনা হয়। এলাকার সমাজসেবী চন্দন মন্ডল ফিতে কেটে উদ্বোধক হিসেবে এই পূজার শুভ সূচনা করলেন। এছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবর্গরা। এই হর পার্বতী পূজো এলাকায় দশম বর্ষে পদার্পণ করেছে। তবে ক্লাবের সম্পাদক সৌমেন কুমার বেরা জানান এই পুজো ব্যক্তিগত উদ্যোগে প্রথম ছয় বছর হয়েছিল এবং এলাকার মানুষদের চাহিদার জন্য এই পুজো পরের চার বছর সার্বজনীন ভাবে হচ্ছে। পূজা উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও অন্ন প্রসাদের আয়োজন করা হয়েছে।
0 Comments