বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে ফের ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়লো একটি চারচাকা গাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুর জেলার খোদ এগরা শহরতলি সংলগ্ন কুদি- এগরা রাজ্য সড়কের উপরে স্থানীয় পুরসভার বর্ডার এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত গাড়ির চালক এগরায় সুরাপান করে কুদির দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ে। যদিও গাড়ির চালক আপাতত সুস্থ রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তবে গাড়ির চালক পলাতক। তবে দুর্ঘটনার পর গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। যদিও এগরা থানা ও ট্রাফিক পুলিশের নেতৃত্বে স্থানীয় কয়েক জন যুবককে নিয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক যানজটের সৃষ্টি হয়। অবশেষে এগরা ট্রাফিক বিভাগের পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু নিত্যদিনই পথ দুর্ঘটনায় এগরা এলাকায় উঠছে একাধিক প্রশ্ন❓ তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0 Comments