নন্দীগ্রাম সিতানন্দ কলেজ গেটের সামনে অবস্থান-বিক্ষোবে এসএফআই।
শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম সীতানন্দ কলেজে দীর্ঘ এক দশক পরে পতাকা বাঁধল SFI
প্রথম বর্ষের ছাত্র সুমিত মন্ডল এর অবৈধ নিয়োগ, উচ্চ আদালতের নির্দেশ সত্বেও কলেজে ইউনিয়ন রুম খোলা রাখা, আট বছরের কলেজ ছাত্র সংসদে ছাত্র-ছাত্রীদের চাঁদার টাকার হিসাব সহ একাধিক দাবিতে নন্দীগ্রাম সীতানন্দ কলেজ অভিযান এসএফআই এর।
মিছিল করে এসআই কর্মী সমর্থকরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করার চেষ্টা করেন কিন্তু কলেজ গেট বন্ধ করে প্রিন্সিপাল দেখা করতে চাইনি। তাই তারা কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে
0 Comments