ময়নার বল্লভপুরে সাবমারসিবল বসাকে কেন্দ্র করে গন্ডগোল।
ময়না ব্লকের নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর গ্রামে মাজীদের বাড়ির সামনে সাবমারসিবল বসাকে কেন্দ্র করে গন্ডগোলের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসেন তৃণমূল ও বিজেপির জনপ্রতিনিধিগণ থেকে শুরু করে নেতৃত্ববর্গ। বিজেপির মন্ডল সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ, নৈছনপুর ১ অঞ্চলের কনভেনার দীপক মন্ডল, অঞ্চলের বিরোধী দলনেত্রী মধুমিতা মাজী, বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য তনুশ্রী জানা, বিজেপি নেতা মন্টু মাজী সহ অন্যান্য বিজেপির নেতৃত্ববর্গ । অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রধান সবিতা সিংহ, অঞ্চল সভাপতি সনত গায়েন সহ স্থানীয় বুথ সভাপতি ও তৃণমূলের অন্যান্য নেতৃত্ববর্গ উপস্থিত ছিলেন। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিবারগুলির সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানে মাইতি এবং মাজী মিলিয়ে প্রায় বারোটির মতো পরিবার রয়েছে। উল্লেখ্য স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলছে সাতটি পরিবার,কেউ কেউ বলছে আটটি পরিবার। আমরা যে নামগুলো পেয়েছি সেইগুলোর মধ্যে বর্তমানে যেখানে সাবমারসিবল বসানো হচ্ছে সেখানে বসানোর পক্ষে রয়েছে জগন্নাথ মাজী, সুরজিৎ মাজী, চন্দন মাজী, শ্যামল মাজী,খোকন মাজী, অখিল মাজী, সিদ্ধার্থ মাইতি, শেখর মাইতি, সুধা কৃষ্ণ মাইতি, প্রভাত মাইতি। অপরদিকে রাস্তার ধারে সাবমারসিবল বসানোর পক্ষে রয়েছে মানস মাজী, প্রভাবতী মাজী। জগন্নাথ মাজী সুরজিৎ মাজী এদের পরিবারের লোকেদের দাবি আলোচনার মাধ্যমে বর্তমান স্থানে সাবমারসিবলটি বসানো হচ্ছে। অপরদিকে মানস মাজী আলোচনার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তবে জগন্নাথ মাজী এবং সুরজিৎ মাজী একটি কাগজে আলোচনার বয়ান এবং স্বাক্ষর দেখিয়ে মানস মাজীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। কেউ কেউ বলছেন মানস মাজীকে মিটিং এ ডাকা হলেও আসেননি। উল্লেখ্য মিটিং এর কাগজে যে সাত জনের স্বাক্ষর রয়েছে তাতে মানস মাজির নাম নাই।এমন পরিস্থিতিতে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে সাবমারসিবল বসানোর কাজ চলছে।
0 Comments