আত্মা প্রকল্পের প্রাণী দপ্তরের অধীন কৃষি খামার বিদ্যালয়ের প্রশিক্ষণ শিবির ময়নায়।

 আত্মা প্রকল্পের প্রাণী দপ্তরের অধীন কৃষি খামার বিদ্যালয়ের প্রশিক্ষণ শিবির ময়নায়।

ময়না ব্লকের মানুয়াখালি আই সি ডি এস সেন্টারে আত্মা প্রকল্পের প্রাণী দপ্তরের অধীন একটি কৃষি খামার বিদ্যালয়ের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বি এফ এ সি ময়না ব্লকের চেয়ারম্যান নির্মল মাইতি , এফ আই এ সি এর কনভেনার ডক্টর আনন্দ শংকর সিংহ, বি এল ডি ও ডক্টর দীপক কুমার মান্না , ময়না ব্লক টেকনোলজি ম্যানেজার সুতনু ঘোষাল, ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণি সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ  সুদর্শন জানা সহ বিশিষ্টরা। এটি মূলত ২৫ জন মহিলা প্রাণী পালকদের প্রশিক্ষণ শিবির। পরবর্তীকালে এই কৃষি খামার বিদ্যালয়ের মাধ্যমে প্রাণী পালকের উন্নতিকরণে প্রশিক্ষণ দেওয়া হবে , এমনই জানা যায়।


Post a Comment

0 Comments