সাড়ম্বরে পালিত হলো নানা সামাজিক অনুষ্ঠান। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের উর্দ্ধবপুর সমবায় সমিতি একশো বছরে পদার্পণ করল। এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর রক্তদান শিবির থেকে শুরু করে দিনভর চলে নানা সামাজিক কর্মসূচি। সমবায় সূত্রের খবর, ১৯২৫ সালে উদ্ধবপুর সমবায় সমিতির প্রতিষ্ঠা হয়েছিল। তারপর গুটি গুটি পায়ে পথ চলতে চলতে ২০২৫ সালে একশো তে পদার্পণ করলো এই সমিতি। এদিন যথাযোগ্য মর্যাদার সহিত এই সমবায় সমিতির প্রতিষ্ঠাতাদের আবক্ষলম্বিত মূর্তিতে মাল্যদান করা হয়। পাশাপাশি, তাঁদের স্মরণীয় করে রাখতে সেই সময়কার সমবায় আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকার কথা আমজনতার কাছে তুলে ধরা হয়। তবে দিনভর চলে নানা সামাজিক কর্মসূচি। স্থানীয় এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে শিবিরে রক্তদানও করেন। সমবায় সূত্রের দাবি, চলতি জুলাই মাস থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত চলবে একশো বছর পূর্তি উপলক্ষ্যে নানা সামাজিক কর্মসূচি। স্থানীয় এলাকার মানুষের পাশে থাকবে এই সমবায় সমিতি। গ্রামীণ এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে এই সমবায় সমিতি দায়বদ্ধ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্ধ্ববপুর সমবায় সমিতির সভাপতি হরেকৃষ্ণ পাত্র, সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর জানা, ম্যানেজার গোকুল ভূঞা, সহ-সভাপতি অমৃতরাজ রায়, দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান আলোক মহাপাত্র, বিশিষ্ট শিক্ষাবিদ কিশোরগোপাল ভূঞা ও শাখা প্রবন্ধক শম্ভু শীট প্রমুখ।
0 Comments