বিজেপি নেতা চন্দন মন্ডল এর উদ্যোগে মন কি বাত এর অনুষ্ঠান শ্রবণ এবং চারাগাছ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

বিজেপি নেতা চন্দন মন্ডল এর উদ্যোগে মন কি বাত এর অনুষ্ঠান শ্রবণ এবং চারাগাছ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। 


গত কয়েক মাস ধরে বিজেপি নেতা চন্দন মন্ডল এর উদ্যোগে ময়নার বিভিন্ন অঞ্চলে মন কি বাত শ্রবণ অনুষ্ঠান হয়ে আসছে। আজ ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবতলা  বুথে মন কি বাত এর অনুষ্ঠান শ্রবণ এবং চারাগাছ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বিজেপি নেতা চন্দন মন্ডল, গোজিনার প্রধান খুকু রানী মন্ডল,বাকচার উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, গোজিনার বিজেপি নেতা শংকরলাল সামন্ত, অমিত বেরা, মানিক লাল মাইতি, রামানন্দ কর  সহ বিজেপির একাধিক নেতৃত্ববর্গ। এছাড়াও এই অঞ্চলের বাইরে থেকেও বিজেপির নেতৃত্ব বর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুশান্ত মিদ্যা, খোকন মন্ডল, মাধব বেরা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে অনুষ্ঠান শেষে  বিজেপি নেতা চন্দন মন্ডল এর উদ্যোগে  বিজেপির নেতৃত্ব গন  তিন শতাধিক মানুষের হাতে চারাগাছ তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  বিজেপি নেতা চন্দন মন্ডল বলেন  আগামী দিনে বাকচা এবং নৈছনপুর ১ অঞ্চলে মন কি বাত এর অনুষ্ঠান হবে । 

Post a Comment

0 Comments