কোলাঘাটের খালে রাইস মিলের দূষিত বর্জ্য জল ; বাসিন্দা সহ কৃষকদের দুর্ভোগ। জেলা শাসক এবং সেচ দপ্তরে অভিযোগ।

 কোলাঘাটের খালে রাইস মিলের দূষিত বর্জ্য জল ; বাসিন্দা সহ কৃষকদের দুর্ভোগ।   জেলা শাসক এবং সেচ দপ্তরে অভিযোগ। 


কোলাঘাট ব্লকের বরদাবাড় বাজার সংলগ্ন দেহাটী ও টোপা-ড্রেনেজ খালে গত কয়েকদিন পূর্ব থেকে কালো দুর্গন্ধযুক্ত দূষিত জল প্রবাহিত হচ্ছে। বেশ কিছুদিন ধরে দেউলবাড়ের সবিতা রাইস মিলের বর্জ্য ওই দূষিত জল কোনও শোধন না করে সেচ দপ্তরের অনুমতি ছাড়াই দেহাটী খালে জাতীয় সড়কের নীচ দিয়ে পাইপ লাইন করে ফেলানো হচ্ছিল। দেহাটী খালে বরদাবাড়ে ব্রীজ তৈরির জন্য ক্রশ বাঁধ দেওয়ায় ওই জল দেহাটী খালের উপরাংশে জমে ছিল। যা এখন ক্রশ বাঁধ কাটাতে দেহাটী ও টোপা ড্রেনেজ খাল দিয়ে শুধু নয়,দেউলবাড়-গোবিন্দচক সহ বিভিন্ন স্লুইশ দিয়ে মাঠেও প্রবেশ করছে। 
কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, দেহাটী খালের জল এখনো খাল পার্শ্ববর্তী অনেকে বাড়ীর নানা কাজ সহ মাছচাষ ও কৃষিকাজে ব্যবহার করেন। তাছাড়া  খালগুলিতে এখন শ্রমিকেরা  কচুরিপানা তোলার কাজ করছে। সব মিলিয়ে বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। অবিলম্বে সরজেমিন পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে জেলা শাসক, মহকুমা শাসক,কোলাঘাটের বি ডি ও এবং সেচ দপ্তরের এস ডি ও কে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে। অতি সত্বর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা কৃষক ও স্থানীয় বাসিন্দাদের যুক্ত করে আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হব।


Post a Comment

0 Comments