ন্যাশনাল কাবাডি খেলতে যাওয়ার প্রাক্কালে তিনজন খেলোয়াড়কে সম্বর্ধনা দিলেন ময়না কাবাডি একাডেমি।
আগামী ২৪ শে জুলাই থেকে চন্ডিগড়ে ৭২ তম ন্যাশনাল কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গের হয়ে ১২ জন ছেলে এবং ১২ জন মেয়ে দুই বিভাগে অংশগ্রহণ করতে চলেছে। আর পূর্ব মেদিনীপুরের হয়ে একজন ছেলে এবং দুজন মেয়ে এই কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে। গোপাল দাস , অর্পিতা মন্ডল এবং সোনালী জানা এই তিন জন ময়না কাবাডি একাডেমি তথা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কাবাডি একাডেমির ছাত্র-ছাত্রী। রাজ্যের হয়ে এই তিনজন কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে। তাই এরা পূর্ব মেদিনীপুর জেলা তথা ময়নার মুখ যাতে উজ্জ্বল করে তাই ময়না কাবাডি একাডেমির পক্ষ থেকে এদেরকে সম্বর্ধনা দেওয়া হল। এ দিনের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার পান্ডা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা।
0 Comments