আনন্দমঠ সর্বজনীন দূর্গোৎসবের মাঙ্গলিক খুঁটি পূজা।

 আনন্দমঠ সর্বজনীন দূর্গোৎসবের মাঙ্গলিক খুঁটি পূজা।


বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গোৎসব। এই দুর্গোৎসবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাঙালিরা আনন্দে মেতে উঠে। পশ্চিমবঙ্গের কলকাতা দুর্গোৎসবের জন্য জগৎবিখ্যাত। তবে ময়না তথা পূর্ব মেদিনীপুর জেলাও পিছিয়ে নেই। বিগত কয়েক বছরের ময়না ব্লকেও ধুমধাম করে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়। ময়না ব্লকের সেরা দুর্গাপূজা গুলির মধ্যে অন্যতম হল সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসব।
স্থান - আড়ংকিয়ারানা পেটুয়ামোড়ে ময়না আদর্শ শিক্ষায়তনের স্কুল মাঠ , ময়না,পূর্ব মেদিনীপুর ।
     আজ সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পূজা অনুষ্ঠিত হল।  জানা গেছে এই বছর ১০ম বছরে দূর্গাপূজার প্যান্ডেলের থিম  কর্ণাটকের বিধানসভা।   মা দুর্গার মূর্তি হবে সাবেকি বাঙালি প্যাটার্ন।
এবছর পূজোমন্ডপ থেকে মন্ডপসজ্জা, প্রতিমা সবকিছুতে থাকছে অসাধারন কারুকার্য।আরও থাকছে অত্যাধুনিক আলোকসজ্জা,লেজার রশ্মি লাইট শো ।এ বছরের পূজো প্যান্ডেল দৈর্ঘ্য প্রায় ১৫০ ফুট এবং উচ্চতা ৮০ ফুট ।
পুজোর উৎসব চলবে  শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত ।
 পুজো কমিটির সদস্যগণ সমাজের সর্বস্তরের মানুষকে এখানকার পুজোয় সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।



Post a Comment

0 Comments