স্কুলে স্কুলে মিড ডে মিল পরিদর্শনে ময়না ব্লকের বিডিও।
শুক্রবার সকাল থেকে তিনটি স্কুলে মিড ডে মিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য উপস্থিত হয়েছিলেন ময়না ব্লকের বিডিও সমির পান এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট লেভেল অফিসার। জানা যায় দক্ষিণ চংরাচক সুকান্ত বিদ্যাপীঠ , দক্ষিণ আনুখা প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভবন এই তিনটি স্কুলে পরিদর্শন করেন। মিড ডে মিলের গুণগত মান ঠিক আছে কিনা তা যাচাই করে দেখার জন্য পরিদর্শকরা মিড ডে মিল গ্রহণ করলেন। স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে মিড ডে মিল সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করলেন। এরপর দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভবনের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা মূলক আলোচনা শিবির অনুষ্ঠিত করেন আধিকারিকগণ। ময়না ব্লকের বিডিও সমীর পান জানান মূলত ছাত্র ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইলের অপব্যবহার বন্ধ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
0 Comments