গত ১১.০৮.২৫ তারিখে পূর্ব মেদিনীপুর জেলার ডহরপুর হাইস্কুলে ছাত্রীদের উপর যৌন হেনস্থার অভিযোগ শোনা যায় ঐ স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওইদিনই স্কুলের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকদের একাংশ এর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। এই ঘটনার প্রতিবাদে পরের দিনই সঠিক নিরপেক্ষ তদন্ত করে সত্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ছাত্র সংগঠন AIDSO' র তমলুক আঞ্চলিক কমিটির পক্ষ থেকে থানায় ডেপুটেশন দেওয়া হয়। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক কার্যালয়েও ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবীতে ছাত্র সংগঠন AIDSO'র পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। ছাত্র সংগঠন AIDSO' র পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সহ সভাপতি অনিরুদ্ধ মাইতি বলেন, "দিনের পর দিন এরকম নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেও ছাত্রীরা নিরাপদ নয়। তমলুকের ডহরপুর হাইস্কুলের এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির দাবী জানিয়েছি আমরা। এর পাশাপাশি স্কুলে চলাকালীন অসমাপ্ত পরীক্ষা গুলো সম্পন্ন করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও আমরা জানিয়েছি। জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয় আমাদের দাবীর সাথে সহমত পোষণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিয়েছেন।"
0 Comments