পাঁশকুড়ার হাতিশাল এলাকায় কাঠের ব্রিজের বেহাল দশা।
দীর্ঘ বছর ধরেই এই কাঠের বীজ পারাপার করে যাতায়াত করতে হয় স্কুলের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় মানুষজনদের। স্থানীয় মানুষদের অভিযোগ দীর্ঘদিন আগে সেচ দপ্তর থেকে স্যাংশন হয়েছিল ব্রিজ মেরামতির কিন্তু কোন প্রকার কোন কাজ হয়নি। পরবর্তী সময়ে ডিসেম্বর মাসে ফের স্যাংশন হয় নির্মাণের অর্ডার পাশ হলে গ্রামবাসী সহ স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রী মিলে একটি কমিটি গঠন করে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। এক কোটি পনেরো লক্ষ টাকার টেন্ডার রয়েছে ওই ব্রীজ নির্মাণের , কিন্তু কোন এক কারণে তা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় পথ চলতে মানুষজনদের। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কোন কাজ হয়নি বলে জানায় হানে মানুষজনরা। বাধ্য হয়ে স্থানীয় মানুষজনরা নিজেরাই উদ্যোগ নিয়ে ব্রিজ মেরামতির কাজে হাত লাগান। ওই কাঠের ব্রিজ দিয়ে যাতায়াতের সময় বহু দুর্ঘটনা সম্মুখীন হতে হয়েছে পথ চলতে মানুষজনদের। তবে বাধ্য হয়েই প্রশাসনের উপরে আস্থা না রেখে স্থানীয় মানুষজনরা নিজেরা উদ্যোগ নিয়ে ওই ব্রিজটি নির্মাণে হাত লাগায়। ওই ব্রীজ দিয়ে নিত্যদিন বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত রয়েছে।
যদিও বিজেপির অভিযোগ বর্তমান রাজ্য সরকারের বিরোধী পঞ্চায়েত কিংবা গ্রাম প্রধানের সদস্য, সেই কারণেই তাদের না জানিয়েই ব্লক প্রশাসন কাজের দায়িত্ব নিয়েছে। বিজেপির পঞ্চায়েত সদস্যরা এই ব্রিজ নিয়ে লিখিত আবেদন জানিয়েছেন। কিন্তু কোন প্রকার তারা গুরুত্ব পায়নি।তবে তারাও চাইছেন দ্রুত এই ব্রীজের কাজ সম্পন্ন হোক।এর আগে ২ বার এই ব্রীজ মেরামতি করেছে গ্ৰাম পঞ্চায়েতের সদস্য ও প্রধান।
0 Comments