পঞ্চম বর্ষের রামনগর নিউ মার্কেট কমপ্লেক্স ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আয়োজিত গণেশ পুজো মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। তিনি বলেন, "যে কোন শুভ কাজের আগে আমরা গণেশ দেবতার পুজো করি। এই উৎসব আমাদের অনেক দিন ধরে চলবে।" তিনি আরও জানিয়েছেন, এই বাংলায় যা হয়, ভারতবর্ষের অন্য কোন রাজ্যে এত পুজো হয় না। বাংলার মানুষের সুখে এবং স্বাচ্ছন্দ্যে বাস করছে। সমস্ত ধর্মীয় অনুষ্ঠান এই বাংলায় আমরা সুস্থ ভাবে আয়োজন করি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র, রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পঙ্কজ মহাপাত্র, তালগাছাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান গীতা জানা, বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ সার ও বিশ্বরঞ্জন মিশ্র, আয়োজক সংস্থার সভাপতি তাপস করণ ও সম্পাদক পার্থপ্রতিম দাস প্রমুখ। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের দাঁড়াতে এই উদ্যোগ। রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
0 Comments