ময়নার অন্নপূর্ণা শ্রী শ্রী লক্ষ্মী পূজার মাঙ্গলিক খুঁটি পূজা।

 ময়নার অন্নপূর্ণা শ্রী শ্রী লক্ষ্মী পূজার মাঙ্গলিক খুঁটি পূজা।


দুর্গা পুজো শেষ হতে না হতেই লক্ষী পূজার সূচনা হয়। আর ময়নায় লক্ষ্মী পূজা বললেই মনে পড়ে অন্নপূর্ণার লক্ষ্মী পূজার কথা। আজ সেই মধ্যম ময়না অর্থাৎ অন্নপূর্ণায় শ্রীশ্রী সার্বজনীন  লক্ষ্মী পূজার মাঙ্গলিক খুঁটি পূজা অনুষ্ঠিত হল। পরিচালনায় অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং ব্যবস্থাপনায় অন্নপূর্ণা সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজা কমিটি। এই পূজা এ বছর ৪৬ তম বর্ষে পদার্পণ করেছে। অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক দীপেন্দু সামন্ত জানান প্রত্যেক বছরের ন্যায় এ বছরও জাকজমক পূর্ণ ভাবে তাদের পূজা অনুষ্ঠিত হবে। আজ মাঙ্গলিক খুঁটি পূজার মধ্য দিয়ে তাদের ৪৬ তম বর্ষের পুজোর শুভ সূচনা হলো। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও তাদের মন্ডপ এবং প্রতিমায় দৃষ্টি আকর্ষণ করবে এমনই মনে করেন। তিনি আরও জানান প্রতিমার থিম হিসেবে থাকছে  বৃদ্ধাশ্রমে বাবা-মাকে পাঠানোর প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ। তাদের এই পূজা সরকারি ভাবে অনুমোদিত। তিনি আরও জানান রাস্তা ঘিরে চাঁদা আদায়ের বিরুদ্ধে এই কমিটি সোচ্চার। তাই তারা রাস্তা ঘিরে চাঁদা  আদায় করে না, স্থানীয় গ্রামবাসী এবং ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতায় এই পুজো অনুষ্ঠিত হয়। প্রায় ৭ দিন ব্যাপী এই পুজো উপলক্ষে মেলা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে পূজোর শুভ সূচনা হয়। এবছর পূজোর উদ্বোধনের দিন থাকছে বড় মাপের কীর্তন গানের আয়োজন। কীর্তন শিল্পী শিউলি দাসের কীর্তন পরিবেশন এবং ওই দিন সমস্ত ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে এমনই জানা যায়। কয়েকদিন ব্যাপী যেমন চলবে মেলা তেমনি চলবে বারোয়ারি প্রদর্শনী। এছাড়া মূল মঞ্চে  যাত্রা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান এবং নিত্য পরিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাই পূজো উদ্যোক্তাদের পক্ষ থেকে সকল মানুষকে পূজার কটা দিন আহ্বান জানানো হচ্ছে।

Post a Comment

0 Comments