আমার ময়না টিভিতে এবার শুরু হতে চলেছে নৃত্যের তালে তালে, পঞ্চম পর্ব
বিগত চার বছরের সাফল্যে পঞ্চম পর্বে শুরু হতে চলেছে নৃত্যের তালে তালে।। প্রতিযোগিতা নয়, প্রতিভা তুলে ধরা।।পরিচালনায়- আমার ময়না নিউজ। নিবেদনে - আমার ময়না ফাইবার নেটওয়ার্ক। সহযোগিতায় - বিনোদন ডিজিটাল প্রাইভেট লিমিটেড । অংশগ্রহণ করার জন্য শীঘ্রই ফর্ম সংগ্রহ করুন। মহালয়ার দিন থেকে ফর্ম পাওয়া যাবে। যোগাযোগ - স্টুডিও কল্যানী, হোগলাবাড়ি, ময়না।। বিশদ জানতে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করুন - ৯৯৩২২২৭৭৩৯ এই নম্বরে।
0 Comments