দেউলী আদর্শ বিদ্যাপীঠের ৭৫ তম বর্ষ পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা।
ময়না ব্লকের নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউলী আদর্শ বিদ্যাপীঠ ময়নার অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় বিদ্যালয়। শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় ময়নার মধ্যে যথেষ্ট সুনামের অধিকারী। দেখতে দেখতে ময়নার এই বিদ্যালয় ৭৫ তম বর্ষে পদার্পণ করেছে। ইতিমধ্যে ৭৫ তম বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেছে। আগামী ২০২৫ সালের জানুয়ারি মাসে বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সেই উপলক্ষে গতকাল দুপুর দুটোয় বিদ্যালয়ের কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হল | উপস্থিত ছিলেন নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ, উপপ্রধান প্রদ্যৎ হাজরা, ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান কমিটির সভাপতি সুব্রত বল, ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান কমিটির সম্পাদক তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতেশ বেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন ছাত্র-ছাত্রী, প্রাক্তন শিক্ষক, অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ । এই সভা প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা উৎসব কমিটির সম্পাদক অমিতেশ বেরা কি জানিয়েছেন শোনাবো আপনাদের।
0 Comments