ময়নায় কৃষি দপ্তরের আত্মা প্রকল্পে এক দিবসীয় প্রাণী প্রশিক্ষণ শিবির।

 ময়নায় কৃষি দপ্তরের  আত্মা প্রকল্পে  এক দিবসীয় প্রাণী  প্রশিক্ষণ শিবির।


 ময়না ব্লকের প্রাণী দপ্তরের মিটিং হলে  পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের আতমা প্রকল্পে এক দিবসীয় প্রাণী সম্পদ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। মূলত হাঁস-মুরগি, গরু, ছাগল প্রভৃতি কিভাবে পালন করলে  কম খরচে বেশি উপার্জন করা যায় অর্থাৎ এদের থেকে বেশি বেশি করে ডিম কিংবা মাংস কিংবা অন্যান্য খাদ্য দ্রব্য  উপার্জন করা যায় সেই লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবির।  



প্রায় ৫০ জন  প্রাণী পালকদের নিয়ে  এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় । এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বি এল ডি ও ডাক্তার দীপক কুমার মান্না, বি টি এম সতুনু ঘোষাল, ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা সহ অন্যান্য আধিকারিকগণ।



Post a Comment

0 Comments