যাত্রা কল্যাণ সমিতির উদ্যোগে ময়নায় মিলন উৎসব।

 যাত্রা কল্যাণ সমিতির উদ্যোগে  ময়নায় মিলন উৎসব।




ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনের মুক্ত মঞ্চে  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর  যাত্রা পরিচালক কল্যাণ সমিতির উদ্যোগে মিলন উৎসব ২০২৪ অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের সর্বাধিপতি  তথা পিংলার বিধায়ক   অজিত মাইতি, পাথর প্রতিমা ব্লকের  বিধায়ক সমীর জানা, পাথর প্রতিমা ব্লকের জেলা পরিষদের সদস্য মতিলাল মাইতি, ভারত সরকারের  রাষ্ট্রীয় কৃষিবিজ্ঞান গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের  কৃষি বিজ্ঞানী  ডঃ কাঞ্চন কুমার ভৌমিক, ময়না রাজ পরিবারের সদস্য তথা  ময়না প্রেস ক্লাবের সভাপতি ডক্টর সিদ্ধার্থ বাহুবলিন্দ্র, ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা, ময়না রামকৃষ্ণায়ন     অ্যাসোসিয়েশনের সম্পাদক শশাঙ্ক মাইতি, ময়না বিবেকানন্দ মিশনের সম্পাদক বিদ্যুৎ মাইতি, ধানক্ষেত  পত্রিকার সম্পাদক ফনিভূষণ পাত্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা ।           



আজ সকাল দশটায়  বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে যাত্রা পরিচালক কল্যাণ সমিতির মিলন উৎসব ২০২৪ এর শুভ সূচনা ঘটে। এরপর মূল মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মিলন উৎসবের শুভ সূচনা ঘটে। এই মিলন উৎসব এ বছর দশম তম বর্ষে পদার্পণ করেছে। এ বছর  অনুষ্ঠানে একটি পত্রিকারও উদ্বোধন করা হয়। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিজনদের স্মারক সম্মানে সম্মানিত করার মধ্য দিয়ে  এবং বিশিষ্ট ব্যক্তিগণের বক্তব্যের মধ্য অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর উঠে।








Post a Comment

0 Comments