চিরঞ্জীবপুর প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাসাগরের জন্মদিন পালন।

 চিরঞ্জীবপুর প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাসাগরের জন্মদিন পালন


ভারতীয় নবজাগরণের পথিকৃৎ মহামানব পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এর জন্ম দিবস ২৬ শে সেপ্টেম্বর।  ময়না ব্লকের নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিরঞ্জীবপুর প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাসাগরের জন্মদিন পালন তৎসহ  বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান  এবং যোগব্যায়াম প্রদর্শনী অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যত হাজরা, গ্রাম পঞ্চায়েত সদস্যা মধুমিতা মাজী, গ্রাম পঞ্চায়েত সদস্য তনুশ্রী জানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । 



মহামানব বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এরপর ছাত্রছাত্রীরা  অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখার জন্য নাচ,গান, ছড়া পরিবেশন করে। উপস্থিত অতিথিগণের  বক্তব্য এবং ছাত্র-ছাত্রীদের যোগ ব্যায়াম প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে



Post a Comment

0 Comments