আবারও বাঁধ ভেঙ্গে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা

 আবারও বাঁধ ভেঙ্গে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা




কংসাবতী নদীর জল ছাড়ার ফলে বাঁধ ভেঙ্গে আবারও প্লাবিত হয়েছিল পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের মানুর গ্রামে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল গোটা গ্রাম। ভেঙে পড়েছে ঘরবাড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছে বহু মানুষজন, প্রাণ বাঁচাতে বাঁধের ওপর ত্রিপল খাটিয়ে আশ্রয় নিতে হয়েছিল তাদের। বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও তারা কোন প্রকার তাদের স্বপ্নের বাড়িতে ফিরে গিয়েছিল, নতুন করে ঘরবাড়ি মেরামত করার চেষ্টা করেছিল থাকার জন্য। 





কিন্তু আবারও নিম্ন চাপের ফলে বৃষ্টির ভ্রুকুটি বন্যা কবলিত মানুষকে ভয় ধরিয়েছে, একদিকে যেমন জোর কদমে নতুন করে বাঁধ নির্মাণের কাজ চলছে। যাতে বন্যার জল দ্বিতীয়বার এলাকায় না ঢোকে। কিন্তু ডিভিসি জল ছাড়ার ফলে কংসাবতী নদীতে জলস্ফীতি ফের বেড়ে ওঠে। গ্রাম কে বাঁচাতে পাইলেন দিয়ে বাঁধ দেওয়া হচ্ছিল কিন্তু কংসাবতী নদীর জল বাক মানে কি ! নতুন করে বাঁধা বাঁধ ছাপিয়ে ফের প্রবেশ করে এলাকায় কংসাবতীর বন্যার জল। নতুন করে প্লাবিত হতে থাকে এলাকা। নতুন করে বাধা বাঁধ মানেনি কংসাবতী নদীর জল, নতুন করে বাঁধা বাঁধ ছাপিয়ে এলাকার মধ্যে ঢুকতে শুরু করেছে বন্যার জল।

Post a Comment

0 Comments