ময়না ব্লকের শ্রীকন্ঠা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রজাবাড় এলাকায় ছোট রাস্তায় ১২ চাকার বড় গাড়ি ঢুকে যায়। প্রবল গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ধাক্কা মারে। যার ফলে বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। জানা যায় ভোর প্রায় চারটা নাগাদ ময়নার প্রজাবাড়ের নিকট ১২ চাকার লরি রাস্তার পাশে থাকা একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে। জানা যায় ওই লরিতে মাছের খাবার ভর্তি ছিল। বাড়ির রান্না কর লাগুয়া ধাক্কা মারায় কোন মানুষজনের সে রকম ক্ষতি হয়নি কিন্তু বাড়ির ক্ষতি হয়েছে।
ওই বাড়ির মানুষজন যে রুমগুলোয় ঘুমিয়ে ছিল সেখানে ধাক্কা মারলে অনেক মানুষের ক্ষতি হত বলে এমনই আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে আসেন ময়না পুলিশ প্রশাসনের আধিকারিকরা। গাড়ি উদ্ধার করাকে কেন্দ্র করে বাড়ির মালিকের সঙ্গে পুলিশ প্রশাসনের কিছুটা বচসার সৃষ্টি হয়। অবশেষে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী ঘটনাস্থলে পৌঁছায় । ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। ছোট রাস্তায় ১২ চাকার লরি কার অনুমতিতে প্রবেশ করল এই নিয়ে প্রশ্ন উঠছে।
0 Comments