এগরা ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সদ্য প্রয়াত সভাপতি বিজন বিহারী সাউর স্মৃতির উদ্যেশে এই রক্তদান শিবির। প্রচন্ড গরমে মুমুর্শ রোগীদের প্রাণ বাঁচাতে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের প্রতাপদিঘিতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৬০০ জন রক্তদাতা রক্তদান করেন। এগরা ব্লাড ব্যাংক, কাঁথি ব্লাড ব্যাংক ও তমলুক এবং পাঁশকুড়া ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। অনুষ্ঠানের শুরুতে এগরা ১ ব্লক তৃণমূলের সদ্য প্রয়াত সভাপতি বিজন বিহারী সাউর কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়। দলের জেলা, ব্লক ও অঞ্চল নেতৃত্বরা তাঁর প্রতিকৃতিতে মাল্য দান করেন।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযুষ কান্তি পন্ডা, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, বিশিষ্ট সমবায়ী দীনেশ প্রধান ও গোলকেশ নন্দ গোস্বামী, জেলা তৃণমূলের মুখপাত্র অপরেশ সাঁতরা, আমিন সোহেল প্রমুখ।
0 Comments