দীর্ঘদিন ধরে বকেয়া না দেওয়ায় এবার বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ অবস্থানে বসলেন পূর্ব মেদিনীপুরের ঠিকাদাররা। পূর্ব মেদিনীপুর জেলার মোট চারটি ডিভিশানের বিদ্যুৎ দপ্তরের একাধিক ঠিকাদারের মোট প্রায় ২৫ কোটি টাকা বকেয়া রয়েছে। এছাড়া দীর্ঘ ১০ বছর ধরে মোবাইল ভ্যান গুলির দরপত্র কোনরকম বাড়ানো না হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।
তাই তমলুকের বিজলি ভবনে জোনাল ম্যানেজারের কাছে বিক্ষোভ এবং ডেপুটেশন দেন তারা। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ কন্টাকটার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই ডেপুটেশন দেওয়া হয় এদিন। যতক্ষণ না কোন সদুত্তর পায় ততক্ষণ তারা বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানালেন।
0 Comments