রাজ্যের সাম্প্রতিক বন্যা ও জলবন্দীর পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ফুলচাষীদের যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবীতে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা ও উদ্যানপালন দফতরে মন্ত্রীকে স্মারকলিপি।

 রাজ্যের সাম্প্রতিক বন্যা ও জলবন্দীর পরিপ্রেক্ষিতে  ক্ষতিগ্রস্ত ফুলচাষীদের যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবীতে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা ও উদ্যানপালন দফতরে মন্ত্রীকে স্মারকলিপি।





সাম্প্রতিক নিম্নচাপজনিত প্রবল বৃষ্টি ও বিভিন্ন ব্যারেজ থেকে একসঙ্গে অত্যধিক পরিমাণে জল ছাড়ার কারণে রাজ্যের বেশ কয়েকটি জেলা ভয়াবহ বন্যার কবলে। আরো কয়েকটি জেলার বেশ কিছু এলাকা জলবন্দী হয়ে ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছে। এর মধ্যে ফুলচাষ সংশ্লিষ্ট জেলা হিসাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ আরো বেশ কয়েকটি জেলার কিছু অংশ রয়েছে। পূর্ব মেদিনীপুরে ফুলের উপত্যকা হিসেবে পরিচিত পাঁশকুড়া ফুলচাষ একেবারে বিনষ্ট হয়েছে। ফুলচাষিরা পুজোর মুখে একসঙ্গে বিশাল পরিমাণ ফুলের চাহিদা মেটানোর জন্য নানান ধরনের ফুলের চাষ করেছিল,যা প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে। ফলস্বরূপ পুজো মরশুমে ফুলের চাহিদা মেটাতে অন্য রাজ্য থেকে বিভিন্ন প্রকার ফুল আমদানি করতে হবে।



 সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, বহু টাকা খরচ করে ফুলচাষিরা ফুলের চাষ করেছিল,যা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। ফলস্বরূপ ওই চাষীদের পুনরায় চাষে হাত দিতে গেলে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের। যা সরকারি সাহায্য ছাড়া সম্ভব নয়। সেজন্য আজ সমস্ত ক্ষতিগ্রস্ত ফুলচাষীদের অতি সত্বর উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার ও হর্টিকালচার ডিপার্টমেন্টের মন্ত্রী অরূপ রায়ের নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে।


Post a Comment

0 Comments