রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা গানের মাধ্যমে তুলে ধরতে লোকশিল্পীদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
তমলুক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজায় বহু মানুষের মিলন ঘটে। সেই জনবহুল এলাকায় রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের পরিষেবা গুলি গানের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ। জেলায় বন্যা পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক করে তোলার যুদ্ধ যেমন প্রশাসনের পক্ষ থেকে চলছে তেমনি সাধারন মানুষ সরকারি সাহায্য গুলি কিভাবে পাবে তা লোকশিল্পীদের গানের মাধ্যমে তুলে ধরতেই এই ধরনের কর্মশালার আয়োজন। জেলার লোকশিল্পীদের নিয়ে তিনদিনের বিশেষ কর্মশালার শুভ সূচনা হলো মঙ্গলবার। তিনদিনব্যাপী এই কর্মশালার মূল উদ্দেশ্য হল লোকশিল্পীদের প্রসার ও প্রচার৷ এই বিশেষ কর্মশালাটি তমলুকের নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতরে শুরু হয়েছে৷ এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি গানের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা৷ অনুষ্ঠানে উপস্থিত হন জেলা প্রশাসনের আধিকারিকরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকশিল্পের বিকাশ ঘটাতে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে এই কর্মশালা৷ রাজ্য সরকারের সংস্থা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতরে শুরু হয়েছে বাউল শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক মহুয়া মল্লিক সহ অন্যান্যরা। এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি গানের মাধ্যমে তুলে ধরা হয়৷ সঙ্গীত শিল্পে যাঁরা রয়েছেন, তাঁরা যতই রবীন্দ্র-নজরুলের গান শুনুন না কেন, বাউল গান তাঁদের হৃদয়েও নাড়া দেয়৷ ফলে বাউল শিল্পীদের দক্ষতা আরও বাড়ানোর জন্য প্রশিক্ষণ শিবির করা হচ্ছে বলে জানান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মহুয়া মল্লিক৷ অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায় বলেন, জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের আধিকারিকরা যুদ্ধকালীন চেস্টায় মানুষের পাশে থেকে পরিষেবা প্রদানের পাশাপাশি বাঁধ মেরামতির কাজ করে চলেছেন। লোকশিল্পীদের নিয়ে যে কর্মশালা পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়েছে, তা চলবে তিনদিনব্যাপী৷
২৪ তারিখ থেকে শুরু হল৷ ২৫ ও ২৬ তারিখ পর্যন্ত চলবে৷ মূলত জেলা তথ্য-সংস্কৃতি দফতর ও জেলা প্রশাসনের তরফে থেকে এই লোকশিল্পীদের নিয়ে কর্মশালারা আয়োজন করা হয়েছে৷ পশ্চিমবঙ্গের যে উন্নয়নমূলক কর্মসূচি আছে, সেগুলিকে নিয়ে লোকশিল্পীরা গান বাঁধবেন এবং সেই গান বাঁধতে গিয়ে বিভিন্ন রকম তথ্যের ভিত্তিতে সেই গানগুলোকে যাতে তাঁরা আরও ভালোভাবে বাঁধতে পারেন, সেই জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে৷ যাতে গানগুলো বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বাজানো যায়৷ আরও উন্নততর লোকশিল্পকে তুলে ধরার জন্য রাজ্য সরকারের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে৷ পুজোর আগে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনে বেজায় খুশি
0 Comments