সোনার হার চুরির সন্দেহে রাতে মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গনপিটুনি দেওয়ার অভিযোগ
আহত অবস্থায় ঘটনাস্থল থেকে আহত মহিলাকে পটাশপুর থানার পুলিশ উদ্ধার করে। ঘটনার ২৪ ঘন্টা পরে জ্ঞান ফেরে মহিলার হাসপাতালে ভর্তি বর্তমানে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার চক ভবানি এলাকার।
জানা যায়,প্রতিবেশি এক বৃদ্ধার সোনার হার চুরি হয় এই ঘটনায় বৃদ্ধার পরিবার লোকেরা প্রতিবেশি এক মহিলাকে সন্ধেহ করে। তার পর গ্রামবাসীদের জানায়।গ্রামবাসীরা ওই মহিলা কে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। মহিলা অস্বীকার করলে তখন রাতের অন্ধকারে গণপিটুনি দেয় বলেই অভিযোগ ।
সংজ্ঞাহীন অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় মহিলা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই ঘটনার পর এখনো কোনো লিখিতভাবে অভিযোগ হয়নি পুলিশের কাছে।
আর যারা গণ পিটুনির সঙ্গে যুক্ত তাদের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নিয়ে পুলিশ ও কোনো কথা কিছু বলতে চায়নি।
0 Comments