ময়নায় গোজিনায় খাল পরিষ্কারের উদ্যোগ নিল বিজেপি নেতা চন্দন মন্ডল
ময়নার বড় সমস্যা হল জল নিকাশি ব্যবস্থার সমস্যা। ময়নাতে জল নিকাশি ব্যবস্থার সমস্যা থাকার কারণে বর্ষায় বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকা মাঝে মাঝে জলমগ্ন হয়ে পড়ে। অতি বর্ষণে প্রায় প্রত্যেক বছর জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় খাল সংস্কারের অভাব জনিত কারণে বহু মানুষ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত।
এমন পরিস্থিতিতে এলাকাবাসীর যাতে কিছুটা সুবিধা হয় তার জন্য উদ্যোগ নিলেন বিজেপি নেতা চন্দন মন্ডল। বিজেপি নেতা চন্দন মন্ডল গোজিনা এলাকার বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় গোজিনায় খাল পরিষ্কার করার কাজ শুরু করেন। এর ফলে খালগুলিতে জলের স্রোত বাড়বে। জল নিকাশি ব্যবস্থার কিছুটা হলেও উন্নতি ঘটবে বলে মনে করছেন এলাকাবাসী
0 Comments