রাধা কৃষ্ণের লীলা মানেই সেই বৃন্দাবন। সেখানে রয়েছে রাধা কৃষ্ণের প্রেম লীলার উপাখ্যান নিয়ে একটি আস্ত মন্দির। কিন্তু সেই বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য সবার হয় না। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন করে সেই বৃন্দাবন এখন পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের ১০ নম্বর অঞ্চল জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজা মন্ডপে। এখানকার পুজো উদ্যোক্তারা পুজো মণ্ডপের থিম হিসেবে বৃন্দাবনের প্রেম মন্দিরকে বেছে নিয়েছে। এই পুজো এ বছর ৬৬ তম বর্ষে পদার্পণ করেছে। গত ১০ বছর ধরে এই পূজোর মন্ডপ হত জলচক হাই স্কুল লাগু য়া একটি সরোবরে। এবছর হাইস্কুল ময়দানে তৈরি হয়েছে এই পূজা মন্ডপ। মূল মণ্ডপটি তৈরি করা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে। মন্ডপের ভেতরে ঢুকলে বাম দিকে নজরে পড়বে রাধা কৃষ্ণের প্রেমলীলা নানা উপাখ্যানের দৃষ্টিপট। তার ভেতরে করা হয়েছে নাট মন্দির। যেখানে দেবী অধিষ্ঠিত রয়েছে। প্রতিমায় সাবেকি আনার ছাপ। ১৩০ ফুট উচ্চ এবং ৮০ ফুট চওড়া এই মন্ডপটি তৈরি করা হয়েছে কাপড় ও ফোম দিয়ে। তবে আকর্ষণের এখানেই শেষ নয়। মূল মণ্ডপ ঢোকার আগে বৃন্দাবনের উদ্যান পার হয়ে যেতে হবে। গাছগাছালি দিয়ে এই উদ্যান তৈরি করা হয়েছে। আর সেখানে দেখা যাবে রাধা কৃষ্ণের প্রেমলীলার নানা উপাখ্যান। সবই মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়া রয়েছে চন্দননগরের আলোর সজ্জা।
0 Comments