রাধাবন এম ডি ক্লাবের উদ্যোগে রক্তদান এবং বস্ত্র বিতরণ।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত রাধাবণ গ্রামে অবস্থিত রাধাবণ এমডি ক্লাবের পরিচালনায় প্রায় ১৫ বছর ধরে চলে আসছে শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা। শ্যামা মায়ের পূজা উপলক্ষে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করলেন ক্লাব সদস্যরা। এই রক্তদান কর্মসূচি এ বছর দ্বিতীয় তম বর্ষে পদার্পণ করেছে। পুজো উপলক্ষে চার দিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূজা উপলক্ষে আগামী শনিবার কীর্তন গান সহযোগে নরনারায়ন সেবার আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, এলাকার উপ প্রধান সোনালী রানী পাল বেরা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা।
0 Comments