@@নবান্ন @@প্রবীর বারিক @@
@@নবান্ন @@প্রবীর বারিক @@
মাতা লক্ষ্মী আসেন, চাষীর ঘর
নবান্ন আবাহনে, মাঠেতে তাই ত্বর।
কাস্তে হাতে ছুটেছে,দলে দলে জুটেছে,
কন্যা পুত্র কোলেতে পিঠেতে বাঁধা
গামছায় বাসি ভাত গত রাতে রাঁধা।
পাকা ধান্য বাঁকে,শরীর দুধার দুলে
পারাপারের জন্য, ডাকে নদীর কূলে।
মাল্লারা গায় গান,নেচে ওঠে মধুর সুর তান,
আঁটি আঁটি শিষের থোকা সোনালী সব ধান
খামার ভরে চাষিভাইয়ের লাগে খুশির বান।
সারা বছরের আশা,স্বপ্ন দেখেছে চাষা
দুচোখ স্বপ্নে মাখা, গড়বে সুখের বাসা।
হায়রে সর্বনাশা, অসহায় বানভাসা,
পাকা ধানে দিল মই এল অকাল বরষা
বিধাতার একি খেলা তিনি ছিলেন ভরসা।
টইটুম্বুর নদী,গর্জন ছাড়ে
গগনে বজ্রপাত,জীবন বুঝি কাড়ে।
আকাশে ছেয়েছে কালো, নিভেছে দিনের আলো।
গোলা ঘর সোনায় ভরা, মুখেতে ফুটে হাসি
গরীব কুটিরে সাজ, এসেছে স্বর্গ বাসি।
0 Comments