সমস্ত ধরনের পদ থেকে ইস্তফা দিলেন সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র

 সমস্ত ধরনের পদ থেকে ইস্তফা দিলেন সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র


আরজিকর কাণ্ডে  সোশ্যাল মিডিয়ায় ভুয়ো নাম জড়ায় ছেলের , এবার পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন  মহাপাত্র স্ত্রী তমলুক টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি, নেত্রী সুমনা মহাপাত্র। পাঁশকুড়া শহর তৃণমূলের সভানেত্রী সুমনা মহাপাত্র। তিনি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। ব্যক্তিগত ব্যস্ততার কারণেই পদত্যাগ বলে জানান সুমনা। তাঁর কথায়, “পদ ছাড়ছি। কিন্তু দলের সাধারণ কর্মী হিসেবে কাজ করে যাব।” রাজ্য মন্ত্রিসভা, দলীয় পদ-সহ সমস্ত ধরণের পদ থেকে সুমনার স্বামী  প্রাক্তন মন্ত্রী তমলুকের বিধায়ক  সৌমেন মহাপাত্রকে আগেই সরিয়ে দেয় তৃণমূল। আগে একাধিক বিষয়ে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেন সুমনা ও সৌমেন। গত আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ছেলের নাম জড়িয়ে দেয় তা নিয়ে দলের বিরুদ্ধে মুখ খুলেন সুমনা এবং সৌমেন ।আর তার রেশ কাটতে  সুমনার পদত্যাগ নিয়ে শুরু হয়েছে শোরগোল। তিনি প্রাক্তন কাউন্সিলর এবং সহ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিলেন।তার এই পদত্যাগ থেকে শুরু হয়েছে নতুন করে জল্পনা।



Post a Comment

0 Comments