ময়না ব্লকের অন্নপূর্ণা এলাকায় কোজাগরী লক্ষ্মী পূজা এবং মেলা ও অনুষ্ঠান ময়নাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রত্যেক বছর কয়েকদিন ধরে অন্নপূর্ণা বাজার এলাকায় আড়ম্বরপূর্ণভাবে কোজাগরী লক্ষ্মী পূজা এবং অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়। আয়োজনে অন্নপূর্ণা ব্যাবসায়ী কল্যাণ সমিতি ও অন্নপূর্ণা সর্বজনীন লক্ষ্মী পূজা কমিটি। গতকাল বিকাল সাড়ে তিনটায় আয়োজক কমিটির উদ্যোগে বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ময়না- বলাইপণ্ডা পাকা রাস্তার বিভিন্ন এলাকায় গিয়ে পুনরায় পুজো মণ্ডপের সামনে ফিরে আসে। মূল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উদ্বোধক মঠ চন্ডিপুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিনিশ্চয়ানন্দজী মহারাজ।
এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, ময়নার বিধায়ক অশোক দিন্ডা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি গান্ধীচরণ হাজরা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, ময়না পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রনজিত বল, মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোলকবিহারী বাড়ই, পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত, ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম কুমার গুরু, পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতে সদস্য সুব্রত মালাকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্জ্বলন এবং ফিতে কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামী কয়েক দিন ধরে এখানে নানারকমের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
0 Comments