পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত অন্নপূর্ণা এলাকায় জানকিচক গ্রামে আজ সন্ধ্যায় হঠাৎই এক গৃহস্থের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে দেখতে পায় এলাকাবাসী। জানা যায় বাড়ির মালিকের নাম সুধাংশু মনি। এলাকার মানুষ আগুনের শিখা দেখতে পেয়ে চিৎকার করলে চতুর্দিকের মানুষ জমায়েত হয়। এলাকার মানুষ জমায়েত হয়ে প্রথমে বালতি বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। অবশেষে পাম্প চালিয়ে প্রায় ঘন্টাখানেকের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইতিমধ্যে দমকলকে খবর দেওয়া হয়েছিল। তবে দমকল পৌঁছানোর পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকার মানুষ। জানা যায় বাড়ির দোতলায় তিনটি রুম রয়েছে। একটি রুমে ঠাকুর থাকতো। অন্য একটি রুমে জ্বালানি সরঞ্জাম মজুদ ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে প্রদীপ কিংবা ধূপের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটেছে। জানা যায় গৃহস্থের বাড়ির মহিলারা প্রত্যেক দিনের মতন আজও সন্ধ্যেবেলা ঠাকুর ঘরে প্রদীপ এবং ধুপ জ্বেলে নিচে এসে বাড়িতে বসেছিলেন। আর সেই ফাঁকেই কোন ভাবে প্রদীপ কিংবা ধূপের আগুন থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তিনটি রুমে উপরে এজবেস্টার ছিল। কাঠের কাঠামো সমেত ওই তিনটি রুমের সমস্ত সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।
0 Comments