ময়না মা সারদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

 ময়না মা সারদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির



ময়না পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি স্বর্গীয় জ্ঞানেন্দ্রনাথ ভৌমিক স্মৃতি মঞ্চে  শুভ উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। ময়না বৃহস্পতিবারের বাজার এলাকায় অবস্থিত ময়না মা সারদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং বৃহস্পতিবারের বাজার ও ডেলি বাজার সমিতির উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবির। এই সোসাইটির উদ্যোগে এই প্রথম বর্ষের  প্রয়াসে মোট স্বেচ্ছায় ৫৫ জন রক্ত দান করলেন। মূলত সোসাইটির সেক্রেটারি আনন্দ মোহন মাইতি এবং তার সহকর্মীদের অক্লান্তিক প্রচেষ্টায় এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
 


এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না রাজ পরিবারে সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র এবং তার সহধর্মিনী শ্রাবনী বাহুবলিন্দ্র, প্রাক্তন শিক্ষক ও সাহিত্যিক সুবল চন্দ্র পাল , স্বর্গীয় জ্ঞানেন্দ্রনাথ ভৌমিকের পারিবারিক সদস্য শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক অজিত মাইতি, বৃক্ষ বন্ধু দিলীপ পাত্র, ময়না রামকৃষ্ণায়ন এসোসিয়েশনের কর্ণধার শশাঙ্ক মাইতি , ময়না ধানক্ষেত  পত্রিকার সম্পাদক ফনিভূষণ পাত্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা। মঞ্চে উপস্থিত না থাকলেও শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত হয়েছিলেন চিকিৎসক ডাক্তার সংগ্রাম কুমার দোলুই।  


অনেকে মনে করেন এক সময় ময়নার রূপকার হিসেবে যার নাম উঠে আসছে তিনি হলেন স্বর্গীয় জ্ঞানেন্দ্র নাথ ভৌমিক। আর তার নামে নামাঙ্কিত এই রক্তদান শিবিরে স্মৃতি মঞ্চ করতে পেরে আনন্দিত এই সোসাইটির সেক্রেটারি তথা পাপ্তন উপপ্রধান আনন্দ মোহন মাইতি। এদিনের এই রক্তদান শিবিরের মঞ্চে  অতিথিরা স্বর্গীয় জ্ঞানেন্দ্রনাথ ভৌমিকের জীবনী পর্যালোচনা  করে বলেন তার দেখানো পথে বর্তমান সময়ে যদি ময়না পরিচালিত হয় তাহলে ময়নার উন্নতি অনেকটাই বেশি হবে। আনন্দ মোহন মাইতি জানান স্বর্গীয় জ্ঞানেন্দ্রনাথ ভৌমিকের স্মৃতিকে স্মরণ করে আগামী দিনে আবারও রক্তদান শিবির সংগঠিত করবেন।

Post a Comment

0 Comments