@@ নজরুল ও সম্প্রীতি@@শেখ সিরাজ। ধনিয়াখালি। হুগলী।

     @@ নজরুল ও সম্প্রীতি@@শেখ সিরাজ। ধনিয়াখালি। হুগলী।


মানব সমাজে কে বলে হিন্দু
কে বলে মুসলমান,
কে বলে বৌদ্ধ কে বলে জৈন
কে বা বলে খ্রিষ্টান।
জাতিভেদ নিয়ে কেউ বা বামুন
কায়েত বা হরিজন,
মানুষের মাঝে একে অপরের
 আত্মীয় পরিজন।
চামড়ার নিচে রুধিরের সাথে
মিশে আছে হাড় মজ্জা,
তাতে কি জাতের নাম লেখা থাকে?
বিচার, ছি ছি কি লজ্জা।
কবি নজরুল এক হাতে তাঁর
 হিন্দুর দেবদেবী,
আর এক হাতে‌ কোরান-হাদিস 
কাবা-  মসজিদ নবী।
সম্প্রীতির এই বাতাবরণের
স্রষ্টা শ্রীচৈতন্য,
নজরুল তাঁর উত্তরসূরি
 তাই তিনি চিরধন্য।
তিনি বোঝালেন সবার হৃদয়ে
 আল্লা বা ভগবান
এভাবেই তিনি সংহতি দিয়ে
 ঘোচালেন ব্যবধান।

Post a Comment

0 Comments