@@ পাড়া @@ দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
পাইকপাড়া ,শীলপাড়া
খুঁজে কারা থাকে
মুচিপাড়ায় মুচিকে
কারা যেন ডাকে!
উত্তরপাড়ায় পরিমোহন কলেজ
কাঁচরাপাড়ায় রেল আগরপাড়ায় জুতো ব্যাগ
দিচ্ছে কেন সেল ?
টিকিয়াপাড়ায় রেল স্টেশন
জাঙ্গিপাড়ায় কি
গুপ্তিপাড়ার দেখলে রথ
থাকে কেন চুপটি? জলদাপাড়ায় গন্ডারদের
দেখতে গেল কারা?
আনন্দেতে সারাক্ষণ
হলো আত্মহারা ।
হরিহরপাড়া ,তিলপাড়া
আছে কত পাড়া
মন্ডলপাড়া খুঁজতে গিয়ে
হচ্ছি দিশাহারা।
নোয়াপাড়া, ঘোষপাড়া
খুঁজি সারা বেলা
ভাটপাড়ায় গিয়ে দেখি
বসে গেছে মেলা।
নাকাশিপাড়া, কাঁশারিপাড়া
কোথায় বীরপাড়া
মালাপাড়ায় সারমেয়র
খেলাম কেন তাড়া?
টিকেরপাড়া যানে করে
বেড়িয়ে আসি চলো
কাঁঠালপাড়ায় কোন সাহিত্যিকের
আছে বাড়ি বলো?
-----------------
0 Comments