@@নতুন করে বাঁচা@@ প্রবীর বারিক @@
@@নতুন করে বাঁচা@@ প্রবীর বারিক @@
দুর্গাপুজো শেষ হল যেই
লক্ষীমাতায় স্মরি
অর্থকড়ি আসুক ঘরে
সিন্দুকে যাক ভরি।
ছেলে মেয়ে স্নান করেছে
সকালে কাক ভোরে
নতুন শাড়ি জামায় সাজে
আলো ঝলমল করে।
বুড়ি ঠাম্মা আদেশ করেন
সকল মাতার তরে
প্রদীপ জ্বালাও রাত্রি জেগে
প্রতি ঘরের দোরে।
কোজাগরী পূর্ণিমাতে
আশিষ হাতে মায়ে
ভক্তকুলের মনোবাঞ্ছা
পূরণ করেন দায়ে।
খিচুড়ি শাক লুচি পায়েস
মায়ের প্রসাদ খেয়ে
মন ভরে যায় ভক্তি সুরে
পাঁচালি গান গেয়ে।
লক্ষী মায়ের গানের তালে
নাচে কচি কাঁচা
এমন করেই উৎসবে রোজ
নতুন করে বাঁচা।
0 Comments