মৎস্য দপ্তরের উদ্যোগে নন্দীগ্রামে মৎস্য বিজ্ঞানী মৎস্য কাঁকড়া চাষ ঘুরে ঘুরে দেখে মৎস্য প্রশিক্ষন শিবিরে মত বিনিময় করলেন ।

 মৎস্য দপ্তরের উদ্যোগে নন্দীগ্রামে মৎস্য বিজ্ঞানী মৎস্য কাঁকড়া চাষ ঘুরে ঘুরে দেখে মৎস্য প্রশিক্ষন শিবিরে মত বিনিময় করলেন 

এলাকায় মাছের উৎপাদন বাড়াতে এবং আধুনিক প্রযুক্তির ব্যাপক প্রয়োগের উদ্যেশে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মাছ  চাষিদের উদ্বুদ্ধকরণ করছে নন্দীগ্রাম এক মৎস্য বিভাগ। 
সিনিয়র সায়েন্টিস্ট ড. প্রতাপ কুমার মুখোপাধ্যায় নন্দীগ্রামের মৎস্য কাঁকড়া খামার গুলো ঘুরে দেখেন । কেন্দেমারি গ্রামের অতসী মাইতির বাড়ির পুকুরে মাছ চাষ সহ নব-প্রযুক্তিতে ভাসমান বাক্সে  কাঁকড়া চাষ ও ঘুরে দেখেন ।
এর পরে মাছ চাষে বৈজ্ঞানিক পদ্ধতি এবং অনুশীলনের উপর তিন দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করেন।
নন্দীগ্রাম এক ব্লকের মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন, 
প্রশিক্ষণ কর্মসূচীতে মৎস্য বিভাগ, গবেষক, মৎস্য চাষিদের দ্বারা পরিচালিত তত্ত্ব এবং ব্যবহারিক সেশনগুলি অন্তর্ভুক্ত ছিল যা জলজ চাষের বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন দিক যেমন, মাছের খামারের নকশা এবং নির্মাণ, কার্পের প্ররোচিত প্রজনন, হ্যাচারি ব্যবস্থাপনা ও মানসম্পন্ন বীজ উৎপাদন, উন্নত জাতের জীবন্ত মাছের বীজ প্রদর্শন, সমন্বিত চাষ এবং এর পদ্ধতি, যৌগিক মাছ চাষ, মাছের পুকুরে জলের গুণমান ব্যবস্থাপনা আলোচনা হয়।

Post a Comment

0 Comments