** সত্যেন্দ্রনাথ বসু ** দিলীপ কুমার পাত্র
শেরা বিজ্ঞানী জন্ম নিলেন
কলকাতার গোয়াবাগানে
গণিতে একশোর একশো দশ
গেল সবার কানে ।
প্রচার বিমুখ বিনয়ী ছিলেন
স্বভাব ছিল মধুর
দরদী মনের পরিচয় তাঁর
ছড়ালো বহুদূর।
জগদীশচন্দ্র প্রফুল্ল কে
পেলেন শিক্ষক রূপে
এম.এস.সি তে প্রথম হয়ে
দর্শন নব রূপে।
বিজ্ঞান কলেজে অধ্যাপনা
ঢাকার ছিলেন রিডার
বোস সংখ্যায়ন আবিষ্কারের
হলেন রূপকার। ।
তার গবেষণায় মুগ্ধ হলেন
আইনস্টাইন মাদাম কুরি
একক ক্ষেত্র আবিষ্কারে
মিলে কই জুড়ি ?
জাতীয় অধ্যাপক রূপে তিনি
হলেন নির্বাচিত
উদ্ভাবিত বোসন কণা
তাঁরই নামাঙ্কিত।
এমন বিজ্ঞান সাধককে
শত প্রণাম চরণে
তাঁর উদ্ভাবনী আবিষ্কার
থাকুক সবার স্মরণে।
1 Comments
শ্রদ্ধা জানাই।
ReplyDelete