নন্দকুমার এলাকায় নিত্য শিল্পীদের অশ্লীল নাচেরআবেদন,অশ্লীল নিত্য না করায় নিত্য শিল্পীদের মারধর এবং শীলতাহানির অভিযোগ উদ্যোক্তা কমিটির বিরুদ্ধে

 নন্দকুমার এলাকায় নিত্য শিল্পীদের অশ্লীল নাচেরআবেদন,অশ্লীল নিত্য না করায় নিত্য শিল্পীদের মারধর এবং শীলতাহানির অভিযোগ উদ্যোক্তা কমিটির বিরুদ্ধে

 নন্দকুমারের ১ ঘোলআন্দুলিয়া গ্রামপঞ্চায়েতের সাওড়াবেড়িয়া গ্রামে মনসা পুজো উপলক্ষে বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়েছিল মেচেদার একটি নাচের দলের শিল্পীরা। অনুষ্ঠানের জন্য অগ্রিম ২ হাজার টাকা নিয়েছিলেন তাঁরা। কিন্তু বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানের পরে নৃত্য শিল্পীদের দলের সঙ্গে ক্লাব কর্তাদের বিরোধ বাঁধে। নৃত্যশিল্পীদের অভিযোগ, অনুষ্ঠানের চলাকালীন নিত্য শিল্পীদের অশ্লীল নৃত্য করতে বলে অশ্লীল নাচের নাক করাতে ক্লাব কর্মকর্তারা চড়াও হয় ওই নৃত্যশিল্পীদের উপর।মঞ্চ লাগোয়া সাজঘরে ঢুকে শিল্পীদের গালিগালাজ দেন, মারধর করেন ও মহিলা শিল্পীদের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। আক্রমণে নৃত্য ও শিল্পীদের কয়েক জন আহত হন। নৃতা শিল্পীদের তরফে নন্দকুমার থানায়। অভিযোগ জানানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Post a Comment

0 Comments