খোকা হাসে খুকু হাসে হাসে বুড়ো বুড়ি চাঁদের হাসি দেখে কেউ খায় গড়াগড়ি। কেউ হাসে বিদ্রুপে কেউ হাসে অট্ট না বুঝে হাসে যারা কিসে তারা মত্ত? কেউ আবার ঠোট চেপে হাসে বেশ মুচকে কারো আবার তাই দেখে ভ্রু যায় কুচকে! মন ভালো রাখতে হাসি দাও প্রাণ খুলে রক্তচাপ কমিয়ে দেয় যাও কেন ভুলে? হার্ট ভালো রাখতে হলে হাসতে হবে জোরে দুশ্চিন্তা কমতে তবু কেন মাথা ঘোরে? কাছাকাছি হই মোরা হাসিরই জন্য মানসিক চাপ করে দুর হই মোরা ধন্য। হাসি মোদের দেহের ব্যথা করে নিরাময় তবু কেন কারো কারো হাসতে করে ভয়? রোগ প্রতিরোধ বাড়াতে দিতে হবে হাসি ঘুমের আগেও হাসিতে ফিরে তবে আসি। হাসি মুখের আছে জয় আছে দারুন সুখ তবু কেন কেউ কেউ দেখায় গোমড়া মুখ!
1 Comments
Good
ReplyDelete