দক্ষিণা কালী পূজার শুভ উদ্বোধন করলেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র।
ময়নার গড়সাফাত গ্রামের বৃহস্পতিবারের বাজার এলাকায় অলষ্টার ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণা কালী পূজা। ফিতে কেটে সেই পূজার শুভ উদ্বোধন করলেন ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী গোবিন্দ মাইতি সহ অন্যান্য বিশিষ্টরা। জানা যায় প্রত্যেক বছরের ন্যায় এ বছরও এই দক্ষিণা কালী পূজা উপলক্ষে আগামী ১৫ই ডিসেম্বর বস্ত্র বিতরণ, গুণীজন সংবর্ধনা এবং সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
0 Comments