@@ পলিব্যাগ @@ দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
@@ পলিব্যাগ @@ দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
দুহাত ভরা
পলিব্যাগ
বাজার বাবুর ভূষণ
মাটিতে পলি
মেশেনা তো
পোড়ালে বায়ু দূষণ।
ফলমূল
মাছ মাংস
পলিতে সব ভরি
জমি অনুর্বর
পরিবেশের ক্ষতি
তবু হাতে ধরি!
পাহাড় থেকে
সমতল
পলির ছড়াছড়ি
মাটি দূষণ
দৃশ্য দূষণ
সবেই বাড়াবাড়ি।
খাল বিল
নদী নালায়
রাশি রাশি ভাসছে
ড্রেনেতেও
জমে পলি
বন্যা নিয়ে আসছে।
পলিতে নয়
ভরসা
পাট জাতের ব্যবহার
পরিবেশবান্ধব
চট থলে
দেবে বেশ উপহার।
1 Comments
Thanks
ReplyDelete