পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর২ নং ব্লকের মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস এর অয়োজনে বিজয়া সম্মেলনির অনুষ্ঠান

 পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর২ নং ব্লকের মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস এর অয়োজনে বিজয়া সম্মেলনির অনুষ্ঠান

বিজয়া সম্মেলনির অনুষ্ঠান মঞ্চ থেকে আবাস যোজনা নিয়ে হুঙ্কার পটাশপুর ২ পঞ্চায়েত সমিতি সভাপতি স্বপন মাইতি বলেন আবাস যোযনা নিয়ে অনেকের অনেক সন্ধেহ আছে অনেক কর্মিদের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছেন। আমরা প্রধান, অঞ্চল সভাপতিদের বলেছি কি কি করতে হবে আমরা গোপনে বলিছি কিন্তু বিজেপি কর্মিদের বলবো না। বিজেপি কর্মিরা ঘুরঘুর করছে আবাস যোজন নাম নেই কেনো, আরে বন্ধু তোমার নামের সঙ্গে আমার কি সম্পর্ক, টাকাটা তো দিদি দেবে, সার্ভেটাতো দিদি করছে,  আবাস যোজনা কেনো দেবো।তোমার দাদাকে ফোন করে বলো একটা  আবাস যোজনা দিতে। বিডিও সাহেবের কাছে দরখাস্ত দিয়ে দিচ্ছে আমার ঘরটা দরকার,  আমরা দেখে নেবো কারা কারা দরখাস্ত করছে,  আমরা সেটা দেখবো।এই নিয়ে বিজেপি নেতা গৌর কিশোর মহান্তি কটাক্ষ করে বলেন পঞ্চায়েত সমিতির সভাপতি যে মন্তব্য করেছেন সেটা ভয়ঙ্কর অগনতান্ত্রিক লুটেরা রাজের মন্তব্য উনি আরো বলেন যেকোনো প্রকল্প এলে টাকা লুটতে হলে তৃণমূল কংগ্রেস কর্মিটা প্রকল্প পাবে,  সুবিধা পাবে আর বিডিও কোনো ক্ষমতা নেই।গনতান্ত্রিক ভাবে কেউ অভিযোগ করলে সভাপতি সেটা উধাও করে দেন বিরোধীরা  আবাস যোজন থেকে বঞ্চিত তালিকা তৈরি হয়েছে।সেই ভাবে আর সার্ভের সময় নির্দেশ থাকার সত্যেও তৃণমূল নেতারা নির্দেশ অমান্য করে সঙ্গে সঙ্গে ঘুরছেন। যদিও পঞ্চায়েত সমিতি সভাপতি স্বপন মাইতি বলেন বিজেপি অভিযোগের কোনো যায়গা নেই বিজেপি স্বাসিত কেন্দ্র সরাসরি আজকে তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা দেয়নি অন্য রাজ‍্য টাকা পেতে পারে তাহলে বাংলা কেনো পাবে না পক্ষ‍্যপাতিত্ব কারা করছেন।সব মিলেয়ে একে ঘিরে রাজনৈতিক বাতাবরন তৈরি হয়েছে পটাশপুরে।



Post a Comment

0 Comments